৩ অক্টোবর, ২০২২ |
নিজস্ব প্রতিবেদক
এসপি-ডিসিদের সঙ্গে জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে দেশের সব জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৮ অক্টোবর সকাল ১০টায় আগারগাঁও নির্বাচন ভবন অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হবে। রবিবার (২ অক্টোবর) নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-সচিব মো. আতিয়ার রহমানের সই করা বিজ্ঞপ্তিতে ৮ অক্টোবরের সভায় দেশের সব ডিসি-এসপিসহ সংশ্লিষ্টদের উপস্থিত থাকতে বলা হয়েছে। এতে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম-সচিব (পরিচালক-জনসংযোগ) বলেন, আসন্ন জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে এই সভা ডাকা হয়েছে। তবে চলমান অন্যান্য নির্বাচন নিয়েও সভায় আলোচনা হবে বলে জানা গেছে।