ডিসেম্বর ৮, ২০২৪ ৪:১১ অপরাহ্ণ

ভর্তি আবেদন এর ফল ৩১ ডিসেম্বর

আফতাব উদ্দিন।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসিতে পুনঃনিরীক্ষণে ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের কলেজে ভর্তি আবেদনের ফলাফল আগামী ৩১ ডিসেম্বর প্রকাশ করা হবে। এসব শিক্ষার্থীর আবেদনের শেষ সময় ছিল সোমবার রাত ১২ পর্যন্ত। গতকাল সোমবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মো. জাহেদুল হক এ তথ্য জানান।
তিনি জানান, ৩১ ডিসেম্বর রাত ৮টায় প্রথম দফায় নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা সর্বোচ্চ ১০টি কলেজে আবেদন করতে পারবে। রোববার রাত ১২টার পর থেকে কলেজে ভর্তির আবেদন শুরু হয়েছে। আবেদনের শেষ সময় ছিল সোমবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। পূর্বে যারা আবেদন করেছে এবং ফল পরিবর্তন হয়েছে তারা আবেদনের মাধ্যমে পছন্দক্রম পরিবর্তন বা নতুন করে কলেজ যোগ করতে পারবে।
চট্টগ্রাম শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, ১-৮ জানুয়ারি নির্বাচিত শিক্ষার্থীদের সিলেকশন নিশ্চয়ন করতে হবে। নিশ্চয়ন না করলে আবেদন বাতিল হবে এবং তাকে পুনরায় ফি সহ আবেদন করতে হবে। ৯ ও ১০ জানুয়ারি দ্বিতীয় পর্যায়ের আবেদন নেওয়া হবে। পছন্দক্রম অনুযায়ী প্রথম মাইগ্রেশনের ফল এবং দ্বিতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ করা হবে ১২ জানুয়ারি। ১৩ ও ১৪ জানুয়ারি দ্বিতীয় পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের সিলেকশন নিশ্চয়ন করতে হবে। এই সময়ের মধ্যে নিশ্চয়ন না করলে আবেদন বাতিল হবে।
তৃতীয় পর্যায়ের আবেদন গ্রহণ করা হবে ১৬ জানুয়ারি। পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল এবং তৃতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ করা হবে ১৮ ফেব্রুয়ারি। ১৯ ও ২০ জানুয়ারি তৃতীয় পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের সিলেকশন নিশ্চয়ন করতে হবে। এই সময়ের মধ্যে নিশ্চয়ন না করলে আবেদন বাতিল হবে। ২২ থেকে ২৬ জানুয়ারি শিক্ষার্থীদের ভর্তি করা হবে। ১ ফেব্রুয়ারি থেকে কলেজগুলোতে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।
প্রসঙ্গত, গত ২৯ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আবেদন জমা নেওয়া হয়। ১৪ হাজার ৫২৫ শিক্ষার্থী উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করে। এরমধ্যে ৪৯৮টি উত্তরপত্র পরিবর্তন হয়েছে। ফেল থেকে পাস করেছে ৪৫ জন। গ্রেড পরিবর্তন হয়ে জিপিএ-৫ পেয়েছে ২৪ শিক্ষার্থী। আর জিপিএ বেড়েছে ২৩৮ জন শিক্ষার্থীর।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক