নভেম্বর ১১, ২০২৪ ৪:২০ অপরাহ্ণ

উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এমএ সালাম এর সতর্কবার্তা

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভায় সংগঠনের সভাপতি এম এ সালাম বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ডামাডোল কড়া নাড়ছে। আমাদেরকে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সবকিছুতেই চট্টগ্রামকে প্রাধান্য দিয়ে থাকেন এবং তারই ধারাবাহিকতায় চট্টগ্রামের ৫ নেতাকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কিমিটির গুরুত্বপূর্ণ পদে স্থান দিয়ে চট্টগ্রামবাসীকে কৃতার্থ করেছেন।

আগামী ৩১ ডিসেম্বর চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম মাঠে কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ পদে স্থান পাওয়া ৫ নেতার সংবর্ধনা সফল করার লক্ষ্যে তিনি গতকাল বিকেলে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভায় সভাপতির বক্তব্যে একথা বলেন।

দোস্ত বিল্ডিং কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সাংগঠনিক রিপোর্ট পেশ করেন সাধারণ সম্পাদক শেখ মো আতাউর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহ সভাপতি মো. জসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক নুরল আনোয়ার চৌধুরী বাহার, দেবাশীষ পালিত, জসিম উদ্দিন শাহ, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন বাবলু, নজরুল ইসলাম তালুকদার, সম্পাদক মণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মো. হারুন, মো. আলী শাহ, প্রদীপ চক্রবত্তী, নাজিম উদ্দিন তালুকদার, আবু তালেব, আসম ইয়াছিন মাহমুদ, জেবুন্নেসা জেসী প্রমুখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক