লোহাগাড়ায় আত্মহত্যার প্ররোচনা মামলায় স্বামী গ্রেপ্তার

সাইফ আল মামুন,সাতকানিয়া-লোহাগাড়া প্রতিনিধি

লোহাগাড়ায় দুই সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় তার ভাই মো. শিপনের দায়ের করা আত্মহত্যা প্ররোচনা মামলায় নিহতের স্বামী সিরাজুল ইসলামকে (৩৮) আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

সিরাজুল ইসলামের বাড়ি পাবনা সদর উপজেলার আতাইকুলা ইউনিয়নের বনগ্রাম এলাকায়। তিনি পেশায় একটি ওষুধ কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। নিহত রীনা খাতুনের (৩০) পৈত্রিক বাড়ি পাবনা সদরের পৌরসভার হাজিরহাট এলাকায়।

মামলার তদন্তকারী কর্মকর্তা লোহাগাড়া থানার এসআই রুহুল আমিন জানান, নিহতের ভাই বাদী হয়ে থানায় আত্মহত্যা প্ররোচনা মামলা দায়ের করেছেন। মামলার পর নিহতের স্বামী সিরাজুল ইসলামকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাবার পর নিহতের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

উল্লেখ্য, গতকাল বুধবার (২৮ ডিসেম্বর) সকালে লোহাগাড়া সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের রশিদের পাড়ায় এক ভাড়া বাসার রান্নাঘর থেকে রীনা খাতুন নামে দুই সন্তানের এই জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক