প্রথমদিন মেট্রোরেলের চড়লেন ৩৮৫৭ জন যাত্রী

চট্টলার কন্ঠ ,নিউজ ডেস্ক।

সাধারণ যাত্রীদের জন্য মেট্রোরেল উন্মুক্ত হওয়ার প্রথম দিন এই বৈদ্যুতিক রেলযাত্রার অভিজ্ঞতা নিয়েছেন প্রায় চার হাজার যাত্রী। স্টেশন থেকে এখন স্থায়ী টিকিটও কেনা যাচ্ছে বলে জানিয়েছেন প্রকল্পটির রক্ষণাবেক্ষণকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএম টিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক। খবর বিডিনিউজ। গতকাল বৃহস্পতিবার রাতে তিনি বলেন, আজকে ৩ হাজার ৮৫৭ জন যাত্রী মেট্রোরেলে ভ্রমণ করেছেন। যাত্রীরা স্টেশন থেকে তাৎক্ষণিকভাবে টিকেট কেটে ট্রেনে উঠতে পেরেছেন। এম এ এন ছিদ্দিক জানান, আপাতত বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত দীর্ঘ মেয়াদের টিকিট বা এমআরটি পাস কেনার সুযোগ থাকবে। প্রয়োজন অনুসারে পরে সময় পরিবর্তন করা হবে। এমআরটি পাস কিনতে গতকাল বিকালে অনেককে অপেক্ষা করতে দেখা যায় আগারগাঁও স্টেশনে। উচ্ছ্বাস আর প্রত্যয়ী ঘোষণার মধ্য দিয়ে নগর যোগাযোগের মেট্রোরেল পর্বে যাত্রা করেছে বাংলাদেশ; যানজটের নগরীতে ঠিক সময়ে ও নিরাপদে গন্তব্যে পৌঁছানোর আশা দেখাচ্ছে আধুনিক এই গণপরিবহন।
বুধবার বর্ণিল আয়োজনে দেশের প্রথম মেট্রোরেলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা; পরে পতাকা নাড়িয়ে ট্রেন চালু করে দিয়ে টিকিট কেটে যাত্রী হয়ে তিনি গন্তব্যেও গিয়েছেন। এরপর গতকাল প্রথম দিন হাজার চারেক মানুষ এই উড়াল ট্রেনে যাত্রার অভিজ্ঞতা নিলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক