মধ্যরাতে আনোয়ারায় আগুনে পুড়ল ৫ দোকান

কলিমুল্লাহ ওয়াজেদ, চট্টগ্রাম কণ্ঠ।

চট্টগ্রামের আনোয়ারার বটতলী রুস্তমহাটে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৫টি দোকান। বৃহস্পতিবার দিবাগত রাত বারোটায় উপজেলার বটতলী ইউনিয়নের শাহ্ মোহছেন আউলিয়া মাজার সড়কে রুস্তমহাটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

স্থানীয় বাসিন্দা ও সাংবাদিক কোরবান আলী টিটু জানান, রাতে দোকান বন্ধ করে ব্যবসায়ীরা ঘরে চলে যাওয়ার পর এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে স্থানীয়রা ধারণা করছেন বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত। আগুনে পুড়ে গেছে মুদির দোকানের গোডাউন, পাইকারী ওষুধের দোকান, টেইলার্সের দোকান, টিভি মেকানিক্যালের দোকান ও পাইকারী বেকারীর দোকান।

এতে আনুমানিক ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্তরা। স্থানীয় ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় একঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘটনার খবর পেয়ে আনোয়ারা ফায়ার সার্ভিবের টিম লিডার বেলাল হোসেনের নেতৃত্বে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক