চট্টলার কণ্ঠ নিউজ ডেস্ক ।
কিংবদন্তি ব্রাজিলিয়ান ফুটবলার এডসন আরান্তেস দো নাসিমেন্তো (পেলে)-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।আজ শুক্রবার এক শোক বিবৃতিতে তিনি পরলোকগত পেলের পবিত্র আত্মার শান্তি কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এডসন আরান্তেস দো নাসিমেন্তো (পেলে) বৃহস্পতিবার রাতে ব্রাজিলের সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।