লেলিন মারমা, বান্দরবান প্রতিনিধি। বান্দরবানের থানচি উপজেলায় পণ্যবাহী ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জয়রাজ দাশ (২০) নামের এক পর্যটক নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা দুইটার দিকে উপজেলা সদরের কাছাকাছি থানচি-বান্দরবান সড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নিহত জয়রাজ দাশের বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায়। মোটরসাইকেলে থানচি ভ্রমণে গিয়ে তিনি দুর্ঘটনার কবলে পড়েন।পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ দুপুরে বান্দরবান জেলা শহর থেকে মোটরসাইকেলে আট তরুণ পর্যটক থানচিতে বেড়াতে যাচ্ছিলেন। বেলা দুইটার দিকে থানচি উপজেলা সদরের কাছাকাছি পৌঁছানোর পর তাঁদের মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেল আরোহী জয়রাজ দাশকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। কৃষিপণ্যবোঝাই ট্রাকটি থানচি থেকে বান্দরবান শহরের দিকে যাচ্ছিল।