ইমরুল কায়েস, ঢাকা প্রতিনিধি।
বিএনপির গণমিছিলে রাজধানীর মৌচাক ও মালিবাগ মোড় এলাকায় জামায়াতের নেতা–কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বলছে, মিছিলের সময় জামায়াতের নেতা–কর্মীদের হামলায় ১০ পুলিশ সদস্য আহত হয়েছেন। তাঁদের রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে ভর্তি করা হয়েছে।ডিএমপি গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার ফারুক হোসেন বলেন, জামায়াতের ধ্বংসাত্মক কর্মকাণ্ডে বাধা দিতে গেলে পুলিশের ওপর হামলা করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত জামায়াতের ১১ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।আহত ব্যক্তিরা হলেন পুলিশের নিউমার্কেট অঞ্চলের সহকারী কমিশনার শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান, রমনা অঞ্চলের সহকারী কমিশনার মো. বায়েজীদুর রহমান, রমনা থানার উপপরিদর্শক (এসআই) শহীদুল ওসমান মাসুম, সুবীর কুমার কর্মকার, হাবিবুর রহমান, মোহাইমিনুল হাসান, সহকারী উপপরিদর্শক (এএসআই) কবির হোসেন, ফিরোজ মিয়া, পুলিশ কনস্টেবল সৌরভ নাথ ও সাদী মোহাম্মদ।