আমবায়ান দিয়ে শুরু হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব

সাকিবুর রহমান,টঙ্গী প্রতিনিধি।

উর্দুতে আমবয়ান দিয়ে শুরু হয়েছে আজ বিশ্ব ইজতেমার প্রথম পর্ব বাদ জুমা বয়ান করবেন মাওলানা ইসমাইল গুদর, বাদ আসর মাওলানা জুবায়ের আহমদ ও বাদ মাগরিব মাওলানা আহমদ লাট বয়ান করবেন। এসব বয়ানের বাংলা অনুবাদ করবেন বাংলাদেশের মাওলানা ওমর ফারুক।

Nagad

প্রথম পর্বের বিশ্ব ইজতেমা শুরুর আগের দিন বৃহস্পতিবার (১২ জানুয়ারি) থেকেই মুসল্লির আগমনে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে ইজতেমা ময়দান। মুসল্লিরা ময়দানে স্থান না পেয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ফুটপাত ও মাঠের আশেপাশের খোলা জায়গায় অবস্থান নিয়েছেন।

এদিকে আজ ইজতেমা ময়দানে দেশের বৃহত্তম জুমার জামাত অনুষ্ঠিত হবে। এ নামাজে ইমামতি করবেন মাওলানা জুবায়ের আহমদ। বড় এই জুমার জামাতে অংশ নিতে গাজীপুর, ঢাকাসহ আশপাশের জেলা থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা ইজতেমাস্থলে আসতে শুরু করেছেন।

মহামারি করোনার কারণে টানা দুই বছর বন্ধ থাকার পর এবার অনুষ্ঠিত হচ্ছে ইজতেমা। বড় এ ধর্মীয় সম্মিলনে যোগ দিতে গতকাল থেকেই টঙ্গীর তুরাগ তীরে মুসল্লিদের ঢল নেমেছে। লাখো মুসল্লির পদচারণায় ইজতেমা ময়দান জনসমুদ্রে পরিণত হয়। মাঠ, খিত্তা, প্যান্ডেলসহ ময়দানের কোথাও ঠাঁই না পেয়ে মুসল্লিরা রাস্তা, বিভিন্ন ভবনের ছাদ ও আশপাশ এলাকায় অবস্থান নিয়েছেন। রাজধানী ঢাকাসহ সারাদেশ থেকে মুসল্লিরা আসছেন ইজতেমা ময়দানে। এসেছেন বিদেশিরাও। শীত উপেক্ষা করে চটের ছাউনির নিচে অবস্থান নিয়েছেন তারা। গত বুধবার রাত থেকে ইজতেমা অভিমুখী জনস্রোত অব্যাহত আছে। তিন দিনের এই ইজতেমায় আগত মুসল্লিরা কীভাবে সময় কাটাবেন সেই বিষয়ে বৃহস্পতিবার ফজরের নামাজের পর মিম্বার থেকে দিকনির্দেশনা দেয়া হয়।

মাঠের চারপাশের ১৩টি প্রবেশপথ দিয়ে মুসল্লিরা বাসে, ট্রাকে ও হেঁটে প্রবেশ করছেন। নিজ জেলা থেকে দলবদ্ধভাবে ময়দানে প্রবেশ করছেন মুসল্লিরা। মাঠে প্রবেশের পর তারা নির্ধারিত জায়গায় (খিত্তা) অবস্থান নিচ্ছেন।

এদিকে ইজতেমায় আসা মুসল্লিদের জন্য নেয়া হয়েছে ব্যাপক সেবামূলক ব্যবস্থা। ৩১টি টয়লেট বিল্ডিংয়ে এক সঙ্গে ৯ হাজার মুসল্লি তাদের প্রস্রাব-পায়খানার কাজ সম্পন্ন করতে পারবেন। বিআরটিসি এবং বাংলাদেশ রেলওয়ে ইজতেমার মুসল্লিদের আনা নেওয়ায় বিশেষ বাস ট্রেন সার্ভিসের ব্যবস্থা নিয়েছে। মুসল্লিদের পারাপারের জন্য ইজতেমা ময়দানের পশ্চিম পাশে তুরাগ নদীর ওপর ৫টি ভাসমান সেতু নির্মাণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

ইজতেমায় আগত মুসল্লিদের নিরাপত্তায় পুলিশ ও র‌্যাবের পক্ষ থেকে ময়দান ও এর আশপাশে ৩০০টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

তাবলিগ জামাতের বিরোধের কারণে এবারও বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে দুই ভাগে। প্রথম পর্বের ইজতেমায় অংশগ্রহণ করবেন মাওলানা জুবায়েরের অনুসারীরা। আর দ্বিতীয় পর্বে থাকবেন তাবলিগের আমির মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা।

১৫ জানুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে প্রথম পর্বের ইজতেমা শেষ হবে। মাঝে চার দিনের বিরতি দিয়ে ২০ জানুয়ারি শুরু হবে দ্বিতীয় পর্ব। ২২ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এবারের বিশ্ব ইজতেমার দুই পর্বের সমাপ্তি হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক