মূল ইজতেমা ময়দানে প্রবেশ করতে না পেরে সড়কে জুমার নামাজ আদায় করেন মুসল্লিরা। আজ শুক্রবার দুপুরে গাজীপুরের টঙ্গীতে
মূল ইজতেমা ময়দানে প্রবেশ করতে না পেরে সড়কে জুমার নামাজ আদায় করেন মুসল্লিরা।
তুরাগতীর ও আশপাশের সড়ক, অলিগলিতে তখনো মুসল্লিদের হাঁটাচলা। কেউ কেউ খুঁজছিলেন বসার জুতসই জায়গা। এর মধ্যেই মাইকে ঘোষণা এল জুমা নামাজের। মুসল্লিদের মধ্যে শুরু হলো ছোটাছুটি। সবাই ব্যস্ত হয়ে পড়লেন নামাজের জায়গা খুঁজে নিতে। বেলা ১টা ৪৭ মিনিটে শুরু হলো নামাজ। মুসল্লিরা সিজদায় অবনত হলেন। সঙ্গে সঙ্গে পিনপতন নীরবতা নেমে এল গোটা এলাকায়।
আজ শুক্রবার দুপুরে টঙ্গীর তুরাগপাড়ের বিশ্ব ইজতেমার প্রথম পর্বে লাখো মুসল্লির ঢল নামে। ইজতেমার জামাতের সঙ্গে জুমা নামাজ আদায় করতে আজ সকাল ৭টা থেকেই দলে দলে ইজতেমা মাঠের দিকে আসতে থাকেন রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার সাধারণ মুসল্লিরা। নামাজের প্রায় দেড় ঘণ্টা আগে থেকেই মুসল্লিদের কেউ ইজতেমা ময়দানে, কেউ সড়কে, কেউবা বাড়ির ছাদে জায়গা করে নেন।
পূর্ব ঘোষণা অনুযায়ী, জুমা নামাজে ইমামতি করেন মাওলানা জুবায়ের। বেলা দেড়টার দিকে নামাজ শুরুর ঘোষণা এলেও পরে তা শুরু হয় পৌনে দুইটায়। এ সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসল্লিদের অংশগ্রহণে কানায় কানায় ভরে যায় পুরো ইজতেমা মাঠ ও আশপাশের এলাকা। স্থবির হয়ে পড়ে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল।