চট্টগ্রামের আনোয়ারার বটতলীতে আগুনে ৩ টি বসতঘর পুড়ে ছাই হয়ে গিয়েছে। আজ শনিবার ভোর পাঁচটায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আনোয়ারা ফায়ার সার্ভিসের ইনচার্জ বেলাল হোসেন বলেন, খবর পেয়ে আমাদের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই তিনটি ঘর সম্পূর্ণ পুড়ে যায়।
তিনি আরো বলেন, আগুনে আনুমানিক ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি ও ১০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বৈদ্যুতিক সংযোগ থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে বিস্তারিত তদন্তসাপেক্ষে জানা যাবে- যোগ করেন তিনি।