দেশের তিন মোবাইল অপারেটরের কাছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ২ হাজার ৪১৩ কোটি টাকার পাবে। তরঙ্গ বরাদ্দ, রাজস্ব বণ্টন, লাইসেন্স নবায়ন ফিসহ বিভিন্ন খাতে গ্রামীণফোন, রবি ও বাংলালিংকের কাছে এই টাকা পাওনা আছে নিয়ন্ত্রক সংস্থাটির। টাকা দিতে যত দিন যাবে, বিলম্ব মাশুল (লেট ফি) তত বাড়বে।
১০ জানুয়ারি আপিল বিভাগ দেশের তিন মোবাইল অপারেটরকে বিভিন্ন ফি ও মূল্য সংযোজন কর পরিশোধ করতে আদেশ দেন। আজ রোববার রাজধানীর রমনায় বিটিআরসির প্রধান কার্যালয়ে এ বিষয়ে সংবাদ সম্মেলন করেন কর্মকর্তারা। সেখানে বলা হয়, গত ২২ নভেম্বর পর্যন্ত গ্রামীণফোনের কাছে ১ হাজার ১৬৩ কোটি ৮৫ লাখ টাকা, বাংলালিংকের কাছে ৬২৫ কোটি ২৭ লাখ টাকা, রবির কাছে ৬২৪ কোটি ৬৩ লাখ (এর মধ্যে এয়ারটেল বাবদ ৫৯ কোটি ৫ লাখ টাকা