খসড়া ভোটার তালিকা প্রণয়ন করেছে চট্টগ্রাম নির্বাচন কমিশন। চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কমিশনার কার্যালয়ের তথ্যানুযায়ী, আনোয়ারা উপজেলায় ২৫ হাজার ৮৪০ জন, বাঁশখালী উপজেলায় ৫০ হাজার ৭৫৫ জন বোয়ালখালীতে ১৮ হাজার ৬৭৩, চন্দনাইশে ২০ হাজার ১৬৭ জন, ফটিকছড়িতে ৪৪ হাজার ৯৮৩, হাটহাজারীতে ৩০ হাজার ৯৯০, কর্ণফুলীতে ১১ হাজার ৮১৬, লোহাগাড়ায় ২৪ হাজার ৫৭৪ জন, মীরসরাইয়ে ৩৬ হাজার ৩৩, পটিয়ায় ৩১ হাজার ৩৮০, রাঙ্গুনিয়ায় ৩০ হাজার ৭০০ জন, রাউজানে ২২ হাজার ২৪২, সন্দ্বীপে ২২ হাজার ১৪৬, সাতকানিয়ায় ৪০ হাজার ৩৭৮, সীতাকুণ্ডে ২৫ হাজার ৯৬৯ জন।
এছাড়া নগরের পাঁচলাইশ থানায় ভোটার বেড়েছে ২১ হাজার ৬৬৭ জন, পাহাড়তলী থানায় ১৬ হাজার ৭২৪ জন, চান্দগাঁওয়ে ২১ হাজার ৬১৬, বন্দরে ১৬ হাজার ৪৭৩ জন, ডবলমুরিংয়ে ২৩ হাজার ৮৮ জন, কোতোয়ালীতে ১৪ হাজার ৫২২ জন।
অন্যদিকে তিন পার্বত্য জেলার মধ্যে রাঙামাটিতে ভোটার বেড়েছে ৪৮ হাজার ৪০২ জন, বান্দরবানে ২৮ হাজার ৫৯২ জন, খাগড়াছড়িতে বেড়েছে ৪৫ হাজার ৭৮৩ জন। কক্সবাজারে ভোটার বেড়েছে ২ লাখ ৩৯ হাজার ৫৯ জন।