আবুল হাশেম বক্করের বাসায় পুলিশের অভিযান

নগরের এনায়েত বাজারস্থ মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্করের বাসায় অভিযান চালিয়েছে পুলিশ। তবে এ সময় বাসায় ছিলেন না তিনি।

জানা গেছে, গত রাত সাড়ে ১১টার দিকে কোতোয়ালী থানা পুলিশের একটি দল তার বাসায় উপস্থিত হয়। এসময় তল্লাশীর নামে ঘরের জিনিসপত্র তছনছ করা হয়েছে বলে আবুল হাশেম বক্করের পরিবারের বরাত দিয়ে দৈনিক আজাদীকে জানান নগর বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত নেতা ইদ্রিস আলী।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির দৈনিক আজাদীকে বলেন, বিএনপির সমাবেশ থেকে পুলিশের উপর যে হামলা হয়েছে তার হুকুমদাতা ছিলেন আবুল হাশেম বক্কর। এ ঘটনায় তাকে গ্রেপ্তারে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দোতলা থেকে লাফ দিয়ে পালিয়ে যান তিনি।
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক