।চট্টগ্রামে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ভাইয়ের সামনে বোনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুর দুইটার দিকে হাটহাজারীতে এ ঘটনা ঘটে। নিহত সাকী আক্তার ওই এলাকার সিরাজুল ইসলামের মেয়ে। অন্যদিকে ঘাতক ট্রাক চালকের নাম মো. মহসিন।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে হাটহাজারী থানার ওসি তদন্ত নুর আলম চট্টলার কণ্ঠকে বলেন, ‘দুই ভাইবোনের চোখের সামনে ছিটকে গিয়ে ট্রাক চাপায় এক নারী নিহত হয়েছে। মোটরসাইকেল আরোহী তার দুইবোনকে পিছনে বসিয়ে বাড়ি থেকে সরকার হাটের দিকে যাচ্ছিলো। মোটরসাইকেলের গতি বেশি থাকায় সিমেন্ট বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ট্রাকটিকে সাইড দিতে গিয়ে মোটরসাইকেল একদিকে কাত হয়ে যায়। এতে ছিটকে গিয়ে পিছনে বসা এক নারী ট্রাকের চাপায় ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনা মোটরসাইকেল চালকের আসনে থাকা ভাই আর আরেক বোন সামান্য আঘাত পেয়েছে। তারা সুস্থ আছে।’
তিনি আরও বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আর আমরা চালককে আটক করেছি এবং ট্রাকটিও জব্দ করেছি।’