সবকিছু ঠিকঠাক থাকলে আগামী জুন মাসে ঢাকায় আসছে লিওনেল মেসির দল আর্জেন্টিনা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন গণমাধ্যমকে বলেছেন, ‘আর্জেন্টিনার প্রস্তাবিত এই সফর চূড়ান্ত হয়ে এসেছে। এখন শুধু টার্মস এন্ড কন্ডিশন নিয়ে আলোচনা চলছে। ওরা আমাদের জানিয়েছে যে, জুনের ফিফা উইন্ডোতে ওরা আসতে চায়। টার্মস এন্ড কন্ডিশন সমস্যা না হলে জুনে ওরা আসবে বলা যায়।’

Nagad
তবে এখনো আর্জেন্টিনার প্রতিপক্ষ টিম কারা হচ্ছে সেটা চূড়ান্ত হয়নি।
বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কার কাজ দ্রুত সময়ের মধ্যে শেষ করার জন্য ইতোমধ্যে জাতীয় ক্রীড়া পরিষদকে চিঠি দিয়েছে বাফুফে। অন্যদিকে ক্রীড়া প্রতিমন্ত্রীও বলেছেন, দ্রুত সময়ের মধ্যেই খেলার উপযোগী করে গড়ে তোলা হবে বঙ্গবন্ধু স্টেডিয়ামকে। যদিও জুনে ম্যাচ আয়োজন করতে হলে মে মাসে ফিফার প্রতিনিধি দল মাঠ পরিদর্শন করতে আসবে। তাদের প্রতিবেদনের ওপর ভিত্তি করেই ম্যাচ আয়োজনের বিষয়টি নির্ভর করছে।
ঢাকার মাঠে আর্জেন্টিনার খেলা, নতুন নয়। ২০১১ সালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আর্জেন্টিনা-নাইজেরিয়ার প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। সেই ম্যাচে আর্জেন্টিনা ৩-১ গোলে হারিয়েছিল নাইজেরিয়াকে। ফুটবল সুপারস্টার লিওনেল মেসি, অ্যাঙ্গেল ডি মারিয়াসহ আর্জেন্টিনার তারকা ফুটবলাররা খেলেছিলেন সেই ম্যাচে। পুরো গ্যালারি ভরপুর সেই ম্যাচ দারুণ উপভোগ করেছিলেন বাংলাদেশের ফুটবল প্রেমীরা।
আর্জেন্টিনা ও নাইজেরিয়া ম্যাচ আয়োজনে বাফুফের সেই সময়ে খরচ হয়েছিল সাড়ে ৩ মিলিয়ন ডলার। এবার দেশটিকে আনতে দরকার হবে ৭ মিলিয়ন ডলারের মতো। আর প্রতিপক্ষ দল নিয়ে ম্যাচ আয়োজনে খরচ হতে পারে মোট ১০২ কোটি টাকা