ডিসেম্বর ৮, ২০২৪ ৩:৫১ অপরাহ্ণ

রাশিয়ার কাছ থেকে তেল কেনা আরো বাড়িয়ে দিল ভারত

ইউরোপ-আমেরিকার নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে রাশিয়া থেকে তেল কেনা আরও বাড়িয়েছে ভারত। রয়টার্সের খবরে বলা হয়েছে, ২০২২ সালের ডিসেম্বর মাসে দিনে ১০ লাখ ব্যারেলের বেশি তেল আমদানি করেছে ভারত। এ নিয়ে টানা তিন মাস ভারত রাশিয়ার কাছ থেকে সবচেয়ে বেশি জ্বালানি তেল কিনল।

এর আগের মাস নভেম্বরে রাশিয়া থেকে ভারত দৈনিক আমদানি করেছে গড়ে ৯ লাখ ৯ হাজার ৪০৩ ব্যারেল। আর অক্টোবর মাসে করেছে ৯ লাখ ৩৫ হাজার ৫৫৬ ব্যারেল।
ডিসেম্বরের আগে রাশিয়া থেকে তেল আমদানির রেকর্ড হয় ২০২২ সালের জুন মাসে। সেই মাসে ভারত দিনে গড়ে ৯ লাখ ৪২ হাজার ৬৯৪ ব্যারেল আমদানি করে বলে জানিয়েছে জ্বালানির চালান পর্যবেক্ষণকারী সংস্থা ভরটেক্সা।

তবে পরিস্থিতি এমন ছিল না। গত বছরের মার্চ মাসে ভারতের মোট অপরিশোধিত জ্বালানি তেল (ক্রুড অয়েল) আমদানির মাত্র শূন্য দশমিক ২ শতাংশ এসেছিল রাশিয়া থেকে। যুদ্ধ শুরু হওয়ার পর তা কয়েক গুণ বেড়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক