চট্টগ্রামের পাঁচলাইশে হেলে পড়েছে বহুতল ভবন

নগরের পাঁচলাইশ থানার ষোলশহর এলাকায় একটি চারতলা ভবন হেলে পড়েছে। তবে ভবনের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিয়েছে পুলিশ। আজ বুধবার দুপুর ১২টার দিকে ঘটনাটি জানাজানি হলে পাঁচলাইশ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভবনের বাসিন্দাদের নিরাপদে  সরিয়ে নেয়।

পাঁচলাইশ থানার উপপরিদর্শক (এসআই) নুরুল আমিনের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। ভবনটি কখন হেলে পড়েছে, সে বিষয়ে প্রাথমিক কোনো তথ্য জানা যায়নি।

ওই বাড়ির মালিকের নাম ফেরদৌস রহমান। তার ছেলে বাপ্পি রহমান বলেন, চশমা খালের কাজ করার সময় ভবনের কিছু অংশ ছেড়ে দেওয়া হয়েছিল। কাজ বন্ধ থাকার পর কিছুদিন আগে খাল সংস্কারের কাজ শুরু হলে বিল্ডিংয়ে ঝাঁকুনি হত। কাল রাতে আমরা হঠাৎ টের পাই বিল্ডিং হেলে পড়েছে। ভবনের বাসিন্দাদের সরিয়ে ফেলা হচ্ছে। থানাকে অবহিত করেছি।
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক