মার্চেই অনুষ্ঠিত হবে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্মেলন

বৃহস্পতিবার , ১৯ জানুয়ারি, ২০২৩

চট্টগ্রাম মহানগর ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন মার্চের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে। গতকাল ঢাকায় সংসদ ভবনে চট্টগ্রাম বিভাগ থেকে কেন্দ্রীয় কমিটিতে স্থান পাওয়া সকল নেতা, বিভিন্ন জেলার সভাপতি-সাধারণ সম্পাদক, সংসদ সদস্যদের নিয়ে কেন্দ্রীয় নেতাদের এক সভায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

সভা সূত্রে জানা যায়, সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এ সভা অনুষ্ঠিত হয়। ইতোমধ্যে চট্টগ্রাম বিভাগের সকল জেলার সম্মেলন শেষ হয়েছে। শুধুমাত্র চট্টগ্রাম মহানগর ও চাঁদপুর জেলা সম্মেলন হয়নি। এ দুটি ইউনিটের সম্মেলন আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহের মধ্যে করতে বলা হয়েছে। পাশাপাশি চট্টগ্রাম দক্ষিণ জেলাসহ যেসব উপজেলায় সম্মেলন হয়েছে সেগুলোর পূর্ণাঙ্গ কমিটি আগামী দেড় মাসের মধ্যে কেন্দ্রে জমা দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। বাকি থাকা ওয়ার্ড, ইউনিয়নের কমিটিগুলোরও দ্রুত সম্মেলন শেষ করতে বলা হয়েছে।

 

সভায় বিভিন্ন জেলার সভাপতি-সম্পাদক, সংসদ সদস্য মিলে ৫৮ জন নেতা উপস্থিত ছিলেন। চট্টগ্রামের বাসিন্দা এমন নেতাদের মধ্যে আওয়ামী লীগের ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়া, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এমএ সালাম, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমানসহ কয়েকজন সংসদ সদস্য উপস্থিত ছিলেন।

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক