চট্টগ্রামে মুরগী ও ডিমের দাম আরেক দফা বাড়ল

ইমরান নাজির

চট্টগ্রামে সরবরাহ সংকটের অজুহাতে ফের বাড়ছে ব্রয়লার মুরগি ও ডিমের দাম। এছাড়া ঊর্ধ্বমুখী রয়েছে প্রায় সব ধরনের সবজির দামও। বিক্রেতারা বলছেন, গত এক সপ্তাহ ধরে দেশের উত্তরাঞ্চলীয় জেলাগুলো থেকে সবজিবাহী ট্রাক আসা কমেছে। ফলে সবজির দাম কেজিতে ৫ থেকে ১০ টাকা বেড়েছে। এছাড়া ডজন প্রতি মুরগির ডিমের দাম বেড়েছে ৫ টাকা এবং ব্রয়লার মুরগির দাম বেড়েছে কেজিতে ১০ টাকা।

এদিকে আজ শনিবার (২১ জানুয়ারী)  নগরীর কাজীর দেউরি সবজির বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, বাজারে আকারভেদে বাধাকপি ২০ টাকায়, ফুলকপি ২৫ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া শসা প্রতি কেজি ৫০ টাকায়, বেগুন ৬০ টাকা, টমেটো ৪০ টাকা, শিম ৫০ টাকা ও তিতা করলা ৬০ টাকা। চাল কুমড়া প্রতিটি বিক্রি হচ্ছে ৫০ টাকায়। লাউ প্রতিটি আকারভেদে বিক্রি হচ্ছে ৬০ টাকায়। মিষ্টি কুমড়ার কেজি ৫৫ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, পটল ৬০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, কচুর লতি ৬০ টাকা, পেঁপে ৪০ টাকা এবং বরবটি ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

কাজীর দেউরি বাজারের সবজি বিক্রেতা মোহাম্মদ আজম বলেন, গত এক সপ্তাহে বাজারে সবজির সরবরাহ কিছুটা কমেছে। এর প্রভাবে দাম বাড়তি। সরবরাহ স্বাভাবিক হলে দাম কমে যাবে।

এদিকে মুরগির বাজার ঘুরে দেখা গেছে, বর্তমানে প্রতি কেজি ব্রয়লার ১৫০, সোনালী মুরগি ২৪০ ও দেশি মুরগি ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া গরুর মাংসের কেজি বিক্রি হচ্ছে ৮৫০ টাকা এবং খাসির মাংস বিক্রি হচ্ছে ৯৫০ টাকায়। অপরদিকে মুরগির ডিম বিক্রি হচ্ছে ডজন প্রতি ১৪৫ টাকায়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক