শৈবাল শুভ্র
চট্টগ্রাম নগরীর হালিশহর সিএসডি গুদাম এলাকায় আজ সকাল সাতটায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে
আগুনে একটি গাড়ির গ্যারেজ ও চায়ের দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ভুক্তভোগীদের প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এছাড়া ৫০ লাখ টাকার মতো মালামাল উদ্ধার করা হয়েছে।
চট্টগ্রাম বন্দর ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার মো. শামিম মিয়া চট্টলার কণ্ঠকে বলেন, আগুন লাগার খবর পেয়ে সকাল ৭টা ৩৫ মিনিটের দিকে বন্দরের স্টেশনের দুইটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় এক ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া ৫০ লাখ টাকার মতো মালামাল উদ্ধার করা হয়েছে।