কক্সবাজারের রামুতে ছেলের হাতে প্রাণ দিলেন বাবা

কক্সবাজারের রামুতে মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ দিয়েছেন এক হতভাগ্য পিতা। তার নাম মোহাম্মদ আলম (৬৫)। তিনি উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

রবিবার (২২ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে এই বর্বরোচিত এ ঘটনা ঘটে।

Nagad

Nagad

স্থানীয় ইউপি সদস্য রাজা মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, রবিবার রাত সাড়ে দশটার পরে শহীদুল্লাহ মদ্যপ অবস্থায় বাড়িতে এলে বাবা তাকে বাড়িতে প্রবেশে বাঁধা দেন। এ নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির এক পর্যায়ে বাবার উপর চড়াও হয় সে। এক পর্যায়ে গুরুতর আহত হয়ে মাটিয়ে লুটিয়ে পড়েন বাবা মোহাম্মদ আলম। এসময় পরিবারের লোকজন ও প্রতিবেশীরা মুমূর্ষু অবস্থায় তাকে প্রথমে চেইন্দা মা ও শিশু হাসপাতালে এবং পরে লিংকরোড মেরিন সিটি হাসাপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে স্থানীয় কতিপয় ব্যক্তি মারধরের বিষয়টি ধামাচাপা দিয়ে ঘাতক শহীদুল্লাহ্কে বাঁচাতে অপতৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

জানা গেছে, পিতা হত্যায় অভিযুক্ত শহীদুল্লাহর বিরুদ্ধে মাদক, পাহাড়কাটা, ডাকাতি, সরকারি সার্ভেয়ারের উপর হামলাসহ নানা অভিযোগে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক