বিপিএলে চলতি আসরে দারুণ ফর্মে আছেন ওয়াহাব রিয়াজ। ১২ উইকেট নিয়ে এখনো পর্যন্ত আসরের সেরা বোলার তিনি। তবে আসরের মাঝপথেই ভিন্ন এক খবর পেলেন পাকিস্তানি এই পেসার। পাকিস্তানের পাঞ্জাবে তত্ত্বাবধায়ক সরকারে ক্রীড়া মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তাকে। বিপিএল শেষে শপথ গ্রহণ করবেন তিনি। যদিও দায়িত্ব পেয়ে বেশ অবাকই হয়েছেন ওয়াহাব।
পাক সংবাদমাধ্যম শ্যামা টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই বলেছেন তিনি। ওয়াহাব বলেন, তত্ত্বাবধায়ক সরকারে অন্তর্ভুক্ত হওয়ায় আমি কৃতজ্ঞ। তিনি জানান পাঞ্জাবের অন্তরবর্তীকালীন মুখ্যমন্ত্রীর সঙ্গে এখনো আলোচনা হয়নি তার। আজ বিপিএলের খেলা রয়েছে ওয়াহাব রিয়াজের দল খুলনা টাইগার্সের। তাদের প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্স।