২০ বছর আগে শেষ বিশ্বকাপ জিতেছে ব্রাজিল। মাঝে ২০১৪ সালে ঘরের মাঠে হওয়া আসরে সেমিফাইনাল খেলেছে সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়নরা। ২০০২ সালে ব্রাজিলের শেষ শিরোপাজয়ী দলে ছিলেন তারকা ফুটবলার কাকা। এবার ২০২২ সালেও দলের ভালো সম্ভাবনা দেখছেন তিনি।
বেশ কয়েক বছর ধরেই ব্রাজিলের আশা-ভরসার প্রতীক নেইমার জুনিয়র। তার হাত ধরেই ২০১৩ সালের কনফেডারেশন্স কাপ ও ২০১৬ সালে অলিম্পিক জিতেছে ব্রাজিল। এছাড়া ২০১৯ সালের কোপা আমেরিকা জয়েও বড় অবদান রেখেছেন নেইমার।