লেলিন মারমা
পাহাড়ি সশস্ত্র সংগঠন কেএনএফের ( কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট) এর এক সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৯ জানুয়ারি) সকালে উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের সহায়তায় অভিযান চালায় পুলিশ। এ সময় আরথাহ পাড়া ও বাচলং পাড়ার মাঝামাঝি একটি স্থান থেকে লাশটি উদ্ধার করা হয়।

Nagad
এরআগে, শনিবার রাতে মুয়ালপি পাড়া থেকে শিশু ও নারীসহ ৪০ জন বাসিন্দা গ্রাম ছেড়ে রুমা সদরে এসে আশ্রয় নিয়েছেন। তাদের জনপ্রতিনিধি ও প্রশাসনের সহায়তায় খাবার সরবরাহ করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, গত বছরের ১৭ অক্টোবর থেকে পাহাড়ে যৌথ বাহিনীর চলমান অভিযানের কারণে কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট্রের সদস্যরা ছত্রভঙ্গ হয়ে রুমা উপজেলার সীমান্তবর্তী দুর্গম বিভিন্ন পাড়ায় অবস্থান করছেন। সেখানে সম্প্রতি গোলাগুলির ঘটনাও ঘটেছে। তাদের অবস্থানের কারণে বিভিন্ন পাড়ার বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে আসছেন।
পাইন্দু ইউনিয়নের চেয়ারম্যান উহ্লামং বলেন, ‘সন্ত্রাসীদের গোলাগুলির কারণে পাড়ার মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছে। আরও অনেকে পালিয়ে আত্মীয়-স্বজনের বাসায় আশ্রয় নিয়েছে। পাড়ায় এখন মানুষজন নেই।’
রুমা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছন। তিনিন এই প্রতিবেদককে বলেন, ‘পাহাড়ি সন্ত্রাসী গ্রুপ কেএনএফের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলির ঘটনা ঘটছে। সেখানে অভিযান চালিয়ে একটি লাশ উদ্ধার করা হয়েছে।’