অনুপ বিশ্বাস
চট্টগ্রাম কাস্টমসের উপ–কমিশনারের কক্ষের তালা ভেঙে নথি চুরির চেষ্টা এবং ছুটির দিনে অবৈধ অনুপ্রবেশের দায়ে দুই ব্যক্তিকে আটক করে বন্দর থানায় সোপর্দ করেছে চট্টগ্রাম কাস্টমস কর্র্তৃপক্ষ। গতকাল সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।
যারা আটক হয়েছে তাঁরা হলেন পটুয়াখালীর কলাপাড়ার রহমতপুর গ্রামের আলী আহমেদের ছেলে মো. মেহেদী হাসান রায়হান এবং ফেনী সদরের কেএম হাট জামাল মেম্বারেরর বাড়ির নৈরাজপুর গ্রামের জামাল উদ্দিনের ছেলে খায়েজ আহমদ। চট্টগ্রাম কাস্টমস সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাড়ে ৭টার দিকে কাস্টমসের দায়িত্বরত আনসার সদস্য দ্বীন ইসলাম ২ ব্যক্তিকে কাস্টম হাউসের ভিতরে প্রবেশ করতে দেখেন। তখন তিনি ও অন্য আনসার সদস্যরা দুই ব্যক্তিকে খুঁজতে গিয়ে দেখতে গিয়ে দেখেন, চট্টগ্রাম কাস্টমসের উপ–কমিশনার নুর নাহার লিলির কক্ষের দরজা খোলা।
চুরির বিষয় জানতে চাইলে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান চট্টলার কণ্ঠকে বলেন, কাস্টমসের একজন উপ–কমিশনারের কক্ষের তালা ভেঙে প্রবেশ করে নথিপত্র চুরির চেষ্টা ও অশুভ উদ্দেশ্যে কাস্টমসে প্রবেশের দায়ে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। গতকাল সন্ধ্যায় চট্টগ্রাম কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. মহসিন থানায় উপস্থিত হয়ে একটি এজাহার দায়ের করেছেন। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।