ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের জনপ্রিয়তা দিন দিন বেড়েই যাচ্ছে। প্রতিনিয়ত নতুন নতুন ফিচার যুক্ত হওয়ায় ব্যবহারকারীরাও আকৃষ্ট হচ্ছেন সাইটটি ব্যবহারে। তবে হোয়াটসঅ্যাপ ব্যবহারে প্রায়ই কয়েকটি অসুবিধায় পড়েন ব্যবহারকারীরা।
যদি কখনো ফোন পরিবর্তন করতে যান তাহলে পুরোনো চ্যাট আর খুঁজে পাওয়া যায় না। এ সমস্যায় হোয়াটসঅ্যাপ এনেছে বেশ কয়েকটি সমাধান। এখন চাইলে একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট দুটি ফোনে ব্যবহার করতে পারবেন। আবার চাইলে একটি থেকে অন্যটিতে চ্যাট ট্রান্সফারও করতে পারবেন। খুব সহজে অ্যান্ড্রয়েড থেকে অ্যান্ড্রয়েড এবং অ্যান্ড্রয়েড থকে আইফোনে চ্যাট ট্রান্সফার করা যাবে।