চট্টগ্রামের মধ্যরাতে তুমুল বজ্রপাতসহ ভারী বর্ষণ

ইমরান নাজির, চট্টলার কণ্।

ঘূর্ণিঝড় মোখার প্রভাব কাটতে না কাটতেই গতকাল মধ্যরাতে নগরীতে বজ্রসহ ভারী বৃষ্টিপাত হয়েছে। এর প্রভাবে নগরীর কাপাসগোলা, মুরাদপুর ও ২ নম্বর গেইট সহ বেশকিছু নিচু এলাকায় পানি জমে যায় বলে স্থানীয়রা ফোন করে জানিয়েছেন। রাত পৌনে ১টায়ও এসব এলাকায় হাঁটু সমান পানি ছিল। এদিকে বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সাথে শুরু হয় দমকা হাওয়াও। হঠাৎ করে দমকা হাওয়ার ছোবলে ফুটপাতের ভাসমান দোকানগুলো লণ্ডভণ্ড হয়ে গেছে। অনেক বাসা–বাড়ির টিনের ছাউনি উড়িয়ে নিয়ে গেছে। অনেক এলাকায় গাছের ডালপালা ভেঙ্গে পড়েছে রাস্তায়।

গতকাল রাত পৌনে ১২টায় হঠাৎ করে নগরীতে বজ্রসহ ভারী বৃষ্টিপাত শুরু হয়। একের পর এক বজ্রপাত, সাথে দমকা হাওয়া এবং ভারী বর্ষণে রাস্তাঘাটে চলাচলরত মানুষের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। বৃষ্টি চলাকালীন কাপাসগোলা, মুরাদপুর ও ২ নম্বর গেইট থেকে বেশ কয়েকজন স্থানীয় দোকানদার এবং স্থানীয় বাসিন্দা আজাদীতে ফোন করে পানি জমে যাওয়ার কথা জানান।

এদিকে ভারী দমকা হওয়ায় অনেক এলাকায় কিছুক্ষণের জন্য বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয়। বাতাস বন্ধ হওয়ার সাথে সাথে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়। ভারী বৃষ্টিসহ বজ্রপাত প্রায় আধ ঘন্টার মতো স্থায়ী ছিল।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক