অক্টোবর ৪, ২০২৪ ৬:৩৫ অপরাহ্ণ

তুরস্কের পুনর্নির্বাচিত এরদোগানকে বাংলাদেশের রাষ্ট্রপতির অভিনন্দন জ্ঞাপন

চট্টলার কণ্ঠ, নিউজ ডেস্ক। তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ায় রিসেপ তাইয়েপ এরদোয়ানকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

গতকাল রোববার তুরস্কে প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফা ভোট হয়। এতে বিরোধী জোটের প্রার্থী কেমাল কিলিচদারওলুকে হারিয়ে জয়ী হন এরদোয়ান। এই জয়ের মধ্য দিয়ে এরদোয়ান প্রেসিডেন্ট পদে টানা তৃতীয় মেয়াদে নির্বাচিত হলেন।
অভিনন্দনবার্তায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, তুরস্কের প্রেসিডেন্ট হিসেবে তাঁর (এরদোয়ান) পুনর্নির্বাচনের কথা জানতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। তাঁর ঐতিহাসিক বিজয়ে তিনি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
বাংলাদেশের রাষ্ট্রপতি বলেন, তুর্কি প্রজাতন্ত্রের সর্বোচ্চ পদে এরদোয়ানের পুনর্নির্বাচন তাঁর বলিষ্ঠ নেতৃত্বের প্রতি দেশটির জনগণের আস্থা ও বিশ্বাসের সাক্ষ্য বহন করছে।

এরদোয়ানের নিরন্তর প্রচেষ্টায় ন্যায়বিচার ও উন্নয়ন নিশ্চিতের মাধ্যমে ভবিষ্যতে তুরস্ককে শান্তি-সমৃদ্ধি-অগ্রগতির গর্বিত জাতি হয়ে ওঠার দিকে নিয়ে যাবে বলে বিশ্বাস করেন বাংলাদেশের রাষ্ট্রপ্রধান।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক