সীতাকুণ্ডে ৪৫ লাখ টাকার চোরাই বিটুমিনসহ গ্রেপ্তার ১

আজাদ তালুকদার,  সীতাকুণ্ড প্রতিনিধি।

চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযান চালিয়ে ৫৩ টন চোরাই বিটুমিনসহ আলমগীর হোসেন (৩০) নামে একজনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যরা।

শুক্রবার (২ জুন) রাতে উপজেলার দক্ষিণ সোনাইছড়ি চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের একটি তেলের ডিপোর ভেতর থেকে তাকে আটক করা হয়। আলমগীরের বাড়ি খাগড়াছড়ির রামগড় থানার উত্তর লাম্পুপাড়া এলাকায়। তার বাবার নাম জসীম উদ্দিন।

র‍্যাব জানায়, আলমগীর সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার গাড়ি থেকে চুরি করে বিটুমিন মজুত করেন। এছাড়া কমদামে অবৈধভাবে এসব বিটুমিন কিনে বেশি দামে বিক্রি করেন তিনি। শুক্রবার এক অভিযানে তাকে আটক করা হয়। এসময় দুটি ট্রাক থেকে মোট ৫৩ টন চোরাই বিটুমিন জব্দ করা হয়।

চট্টগ্রাম র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক নুরুল আবছার চট্টলার কণ্ঠকে বলেন, জব্দ করা চোরাই বিটুমিনের আনুমানিক মূল্য ৪৫ লাখ টাকা। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটক ব্যক্তিকে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক