চট্টলার কণ্ঠ নিউজ ডেস্ক।
কয়েকদিনের টানা বর্ষণের ফলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিভিন্ন জায়গায় গাছ উপড়ে পড়েছে। এতে কয়েক জায়গায় চলাচলের রাস্তা বন্ধ বন্ধ হয়ে গেছে। এছাড়াও এক জায়গায় বিদ্যুতের লাইনও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
রোববার (১১ জুন) বিভিন্ন সময় সোহরাওয়ার্দী হল সংলগ্ন সড়ক, গোল পাহাড় সংলগ্ন সড়ক ও বিজ্ঞান অনুষদ সংলগ্ন এমাকায় এসব গাছ উপড়ে পড়ে। যার ফলে সোহরাওয়ার্দী হল থেকে সমাজবিজ্ঞান অনুষদের রাস্তায় ও গোল পাহাড় সংলগ্ন সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এছাড়াও বিজ্ঞান অনুষদ এলাকায় গাছ উপড়ে বিদ্যুতের তারে পড়ার ফলে বিদ্যুতেত লাইন ক্ষতিগ্রস্থ হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তরের কর্মকর্তা শেখ মো. আব্দুর রাজ্জাক বলেন, আমরা বিষয়টি সম্পর্কে অবগত আছি। সরেজমিনে দেখেও এসেছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে জানানো হয়েছে। তারা এটি নিয়ে কাজ করছেন।