মইজ্জারটেক থেকে সাড়ে ৯ কেজি স্বর্ণ উদ্ধার

মহিউদ্দিন মিজি, কর্ণফুলীর প্রতিনিধি।

কর্ণফুলীতে ৯ কেজি ৬২৩ গ্রাম স্বর্ণের বার ও পাতসহ চারজনকে আটক করেছে থানা পুলিশ। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার শিকলবাহা ইউনিয়নের মইজ্জারটেক এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে এসব স্বর্ণ জব্দ করা হয়। এ সময় নারীসহ চারজনকে আটক করে পুলিশ। জব্দকৃত এসব স্বর্ণের বাজার মূল্য ৮ কোটি টাকা বলে জানিয়েছেন কর্ণফুলী থানার ওসি।

আটকরা হলেন অলক ধর (২৩), নারায়ণ ধর (৩৮), তার স্ত্রী জুলি ধর (৩৫) ও গীতা ধর (৩৮)। তারা সবাই বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের অনন্ত মহাজন বাড়ির বাসিন্দা। নারায়ণ ধর স্বর্ণকারের কাজ করেন বলে পুলিশের কাছে স্বীকার করেন। তবে তারা স্বর্ণগুলো কোথায় নিয়ে যাচ্ছেন, এগুলো তাদের কিনা–তা নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে বলে জানান কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ। শিকলবাহা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোবারক হোসেন চট্টলার কণ্ঠকে বলেন, গোপন সূত্রে স্বর্ণ পাচারের খবর পেয়ে কঙবাজার থেকে ছেড়ে আসা মারছা পরিবহনের একটি বাস মইজ্জারটেক চেক পোস্ট অতিক্রমের সময় তল্লাশি করে পুলিশ। এ সময় বাসের চার যাত্রীর কোমর থেকে সোনার বার ও পাতগুলো জব্দ করা হয়। ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত উপ পুলিশ কমিশনার শেখ শরিফ উজ জামান ও কর্ণফুলী জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আরিফ হোসেন।

এ ঘটনায় জানতে চাইলে কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ চট্টলার কণ্ঠকে  বলেন, আটক চারজনকে জিজ্ঞাসাবাদ করে মামলা করা হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক