লেলিন মারমা।
বান্দরবানের রুমায় দুর্গমাঞ্চলে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণে গেলে পাহাড়ের সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএ) সন্ত্রাসীদের পুঁতে রাখা আইইডি বিস্ফোরক বিস্ফোরণে এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে। নিহতের নাম মোন্নাফ হোসেন রাজু (২১)।
এসময় আরেক সেনা সদস্য মো. রেজাউল (২৪) মারাত্মকভাবে আহত হন। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।
আইনশৃংখলা বাহিনী ও স্থানীয়রা জানায়, রুমা উপজেলার সীমান্তবর্তী দুর্গম পাইনুম পাড়াসহ আশপাশের এলাকাগুলোতে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করতে যাওয়ার পথে ছিলোপি পাড়া এলাকায় পাহাড়ের সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএ) সন্ত্রাসীদের পুঁতে রাখা আইইডি বিস্ফোরক বিস্ফারিত হয়। এতে সেনাবাহিনীর দুই সৈনিক মারাত্মক আহত হয়।
তাদেরকে হেলিকপ্টারে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় এক সেনা সদস্যের মৃত্যু হয়। নিহতের নাম মোন্নাফ হোসেন রাজু।
আহত অপর সেনা সদস্য মো. রেজাউল সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন আইএস পিআর কর্মকর্তা রাশেদুল আলম খান।
মর্মান্তিক এ ঘটনায় সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ শোক প্রকাশ করেছেন।
এদিকে, গত ১ জুন রুমায় বিস্ফোরক বিস্ফারণে তুজাম (৩০) নামে আরও এক সৈনিকের মৃত্যু হয়। এ নিয়ে পাহাড়ের সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএ) সন্ত্রাসীদের হামলায় ৫ সেনা সদস্যের মৃত্যু হয়েছে।