অক্টোবর ৪, ২০২৪ ৫:১৬ অপরাহ্ণ

সীতাকুণ্ডে ক্রিস্টাল মেথসহ আটক দুইজন

মিনহাজুল আবেদীন।

চট্টগ্রামের সীতাকুণ্ডে চারশ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) সহ ২ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যটেলিয়ান (র‌্যাব-৭)। রোববার (১৯ জুন) রাতে সীতাকুণ্ডের দক্ষিণ সলিমপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোষ্ট বসিয়ে গাড়ি তল্লাশি চলায় র‌্যাব। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস থেকে ক্রিস্টাল মেথসহ ২ জনকে আটক করা হয়।

আটকরা হলেন, সন্দ্বীপের কুচিয়ামোড়া এলাকার নুরুল আলম ভূঁইয়ার ছেলে মো. আইয়ুব খান ভূঁইয়া (৫৮) এবং নগরের পাহাড়তলী থানার সরাইপাড়া এলাকার মৃত আফজাল মিয়ার ছেলে বদিউল আলম (৫৫)।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার জানান, মহাসড়কে চেকপোষ্ট বসিয়ে তল্লাশী অভিযান চালানো হয়।

এসময় একটি বাসকে থামানোর সংকেত দিলে বাসটি চেকপোষ্টের সামনে থামায়। বাসটি থামার সঙ্গে সঙ্গে দুজন লোক বাস থেকে নেমে পালানোর চেষ্টা করে। পরে জিজ্ঞাসাবাদ করা হলে তাদের নিকট মাদক আছে বলে স্বীকার করে। এ সময় তাদের ব্যাগে থাকা একটি প্যাকেট থেকে মোট ৩৭৩ গ্রাম ক্রিস্টাল মেথ উদ্বার করা হয়। যার আনুমানিক মূল্য ৩৭ লাখ টাকা।

তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে মাদক ক্রিস্টাল মেথ সংগ্রহ করে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় বিক্রি করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সীতাকুণ্ড থানায় পাঠানো হয়

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক