মুখোমুখি চীন তাইওয়ান কার সামরিক শক্তি কত

অর্থনৈতিক মন্দার ঝুঁকির মধ্যেই সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য। ধারণা করা হচ্ছে সুদের হার বাড়িয়ে ২০০৮ সালের পর সর্বোচ্চ করছে ব্যাংক অব ইংল্যান্ড। রেকর্ড মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এমন পদক্ষেপ নিচ্ছে দেশটি। বৃহস্পতিবার (৪ আগস্ট) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, সুদের হার বাড়িয়ে ১.৭৫%  করা হতে পারে। বর্তমানে সুদের হার ১.২৫%

ব্যাংক আশা করছে, এ পদক্ষেপ নিলে যে হারে সব কিছুর দাম বাড়ছে তা মন্থর হবে। এর আগে সতর্ক করে জানানো হয়, চলতি বছরে মূল্যস্ফীতি ১১% ছাড়াতে পারে।

রেজ্যুেলিউশন ফাউন্ডেশন থিঙ্ক-ট্যাঙ্ক অনুসারে, যুক্তরাজ্যে প্রধান মূল্যস্ফীতি এরই মধ্যে ৯ দশমিক ৪ শতাংশ ছাড়িয়েছে। ২০২৩ সালের শুরুতে এই হার ১৫% স্পর্শ করতে পারে। কারণ করোনা মহামারির পর রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধকে কেন্দ্র করে বিশ্ব অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলেছে।

ব্যাংক অব ইংল্যান্ড ঋণের বিপরীতে এরই মধ্যে সুদের হার ডিসেম্বরের পর পাঁচবার বাড়িয়েছে। মূল্যস্ফীতির হার যদি বাড়তেই থাকে তাহলে পদক্ষেপ নেওয়ার কথা আগেই জানায় ব্যাংকটি।

অন্যদিকে মূল্যস্ফীতির লাগাম টানতে যুক্তরাষ্ট্রও সুদের হার বাড়িয়েছে, যা অর্থনৈতিক কার্যক্রমকে স্থবির করছে। দেশটি এরই মধ্যে মন্দায় প্রবেশ করেছে। কারণ পরপর দুই প্রান্তিকে মার্কিন প্রবৃদ্ধি নিম্নমুখী হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক