ডিসেম্বর ৮, ২০২৪ ৩:২৩ অপরাহ্ণ

চট্টগ্রাম ১০ আসনে এক ঘরেই চার মনোনয়ন প্রত্যাশী

 

চট্টগ্রাম-১০ আসনের প্রয়াত সংসদ সদস্য ডা. আফসারুল আমীনের বিকল্প হতে তাঁর পরিবারের চার সদস্য আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। গত তিনদিনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করে চারজনই আবেদন করেছেন। পরিবার থেকে যে কোনো একজন যাতে মনোনয়ন পান সে লক্ষ্যে এই চারজন ফরম নিয়েছেন বলে জানা যায়। তবে চারজনের বাইরের কেউ মনোনয়ন পেলে সেই প্রার্থীর জয়ে ভূমিকা রাখবেন বলে জানিয়েছেন ডা. আফসারুল আমীনের পরিবারের এই চার সদস্য। পরিবারের চার সদস্য হলেন- ডা. আফসারুল আমীনের ছোট ভাই পাহাড়তলী থানা আওয়ামী লীগের সদস্য মো. এরশাদুল আমীন, প্রয়াত সংসদ সদস্য আফসারুল আমীনের সহধর্মিনী কামরুননেছা, পুত্র মো. ফয়সাল আমীন ও ছোট ভাই মোহাম্মদ আরিফুল আমীন। এ আসনে ২৯ জন সম্ভাব্য প্রার্থী দলীয় মনোনয়ন পেতে আওয়ামী লীগের কার্যালয়ে আবেদন করেছেন।
মনোনয়ন প্রত্যাশী প্রয়াত সংসদ সদস্য ডা. আফসারুল আমীনের স্ত্রী কামরুন নেছা পূর্বদেশকে বলেন, ‘আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি চারজনই মনোনয়ন ফরম সংগ্রহ করবো। নেত্রী যাকে মনোনয়ন দিবেন সেই নির্বাচন করবে। তবে বাইরের কেউ মনোনয়ন পেলে তার পক্ষে কাজ করবো।’
মনোনয়ন প্রত্যাশী প্রয়াত সংসদ সদস্য ডা. আফসারুল আমীনের ছোট ভাই এরশাদুল আমীন পূর্বদেশকে বলেন, ‘আমি পরিবারের পক্ষ থেকে প্রথমেই মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। এরপর ভাবী, ভাতিজা ও আমার ছোট ভাই ফরম সংগ্রহ করেছে। আমাদের পরিবারের পক্ষ থেকে যেই মনোনয়ন পাবে তার পক্ষে কাজ করবো। শুধু পরিবার নয়, নৌকার মনোনয়ন পরিবারের বাইরের কেউ পেলেও তাঁকে জিতিয়ে আনতে কাজ করবো। আমাদের পরিবার আওয়ামী লীগ পরিবার। আমিও ছোটকাল থেকে রাজনীতি করে আসছি।’
মনোনয়ন প্রত্যাশী প্রয়াত সংসদ সদস্য ডা. আফসারুল আমীনের ছোট ভাই মোহাম্মদ আরিফুল আমীন পূর্বদেশকে বলেন, ‘আমাদের পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী চারজনে মনোনয়ন ফরম জমা দিয়েছি। নেত্রী যাকে মনোনয়ন দিবেন তার পক্ষে কাজ করবো। বাইরের কেউ পেলেও তাকে জয়ী করতে কাজ করবো।’
ডা. আফসারুল আমীনের বড় ছেলে ফয়সাল আমীন বলেছেন, ‘বাবা যখন অসুস্থ হয়ে মাঠে ছিল না তখন এলাকার উন্নয়নের কাজগুলো আমরা দেখভাল করেছি। কোভিডের সময় ত্রাণ দেয়াসহ এলাকার আটটি ওয়ার্ডে যাবতীয় কর্মকান্ড আমরা চালানোর চেষ্টা করেছি। এরপরেও অনেক কাজ বাকি ছিল। বাবার রেখে যাওয়া কাজগুলো শেষ করতে পারলে সৌভাগ্যবান মনে করবো।’
দলীয় সূত্র জানায়, আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ ও জমাদানের শেষদিনে গতকাল ছয়জন মনোনয়ন প্রত্যাশী আবেদন করেছেন। এরা হলেন- প্রয়াত সংসদ সদস্য ডা. আফসারুল আমীনের ছোট ভাই ও দক্ষিণ কাট্টলী ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ আরিফুল আমীন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য শেখ মোহাম্মদ শফিউল আজম, এনায়েত বাজার ওয়ার্ডের প্রাথমিক সদস্য আহমেদ ফয়সাল চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাবেক সদস্য জামশেদুল আলম চৌধুরী, চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেহানা বেগম রানু ও লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য আবুল ফজল কবির আহমেদ। এ ছাড়াও গত রবিবার চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ হোসেন, বাগমনিরাম ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো. হেলাল উদ্দীন চৌধুরী, নগর আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ আব্দুল লতিফ, সদরঘাট থানা আওয়ামী লীগের সদস্য মো. রাশেদুল হাসান, ডবলমুরিং থানা আওয়ামী লীগের প্রাথমিক সদস্য মোহাম্মদ এমদাদুল ইসলাম, মহিলা শ্রমিক লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রোকসানা পারভীন, নগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম, আওয়ামী যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মাহমুদুল হক ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহŸায়ক কে.বি.এম শাহজাহান। গত শনিবার প্রথমদিনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মহানগর যুবলীগের সাবেক যুগ্ম আহব্বায়ক ফরিদ মাহমুদ, যুবলীগের সাবেক আহব্বায়ক মহিউদ্দিন বাচ্চু, মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মো. শফর আলী, ৪নং আগ্রাবাদ ওয়ার্ডের যুগ্ম আহবায়ক মোহাম্মদ রেজওয়ান, নগর আওয়ামী লীগের সদস্য সাইফুদ্দিন খালেদ, নগর আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য একেএম বেলায়েত হোসেন, নগর আওয়ামী লীগের সদস্য মো. দেলোয়ার হোসেন ভুঁইয়া, পাহাড়তলী থানা আওয়ামী লীগের সদস্য মো. এরশাদুল আমীন, প্রয়াত সংসদ সদস্য আফসারুল আমীনের সহধর্মিনী কামরুননেছা, পুত্র মো. ফয়সাল আমীন, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, ২৪নং ওয়ার্ড আওয়ামী লীগের প্রাথমিক সদস্য মো. জাবেদ নজরুল ইসলাম, পাহাড়তলী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আসলাম হোসেন, নগর ছাত্রলীগের স্টিয়ারিং কমিটির সাবেক সদস্য মোহাম্মদ অহীদ সিরাজ চৌধুরী দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

গত তিনদিনে ২৯ জন সম্ভাব্য প্রার্থীরা আওয়ামী লীগের মনোনয়ন পেতে আবেদন করেছেন জানিয়ে দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেছেন, ‘এসব ফরম যাচাইবাছাই শেষে প্রধানমন্ত্রী সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা ডাকবেন। মনোনয়ন বোর্ডের সদস্যদের উপস্থিতিতে প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী চট্টগ্রাম-১০ আসনে মনোনয়ন চূড়ান্ত করবেন। যিনি মনোনয়ন পাবেন তিনি আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।’
প্রসঙ্গত, গত ২ জুন ৪টা ১৫ মিনিটে ঢাকায় স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন চট্টগ্রাম-১০ আসনের (ডবলমুরিং, পাহাড়তলী ও হালিশহর) এলাকার সংসদ সদস্য ডা. আফসারুল আমীন। মহানগর আওয়ামী লীগের এই সহ-সভাপতির মৃত্যুর পর আসনটি শূন্য ঘোষণা করে ইসি। আগামী ৩০ জুলাই এ আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ৪ জুলাই মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক