ডিসেম্বর ৮, ২০২৪ ৩:১৫ অপরাহ্ণ

শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে আজ

চট্রলার কণ্ঠ ডেস্ক।
সরকারি পাঁচ নির্দেশনা মেনে আজ রোববার থেকে দেশের সব স্তরের শিক্ষা প্রতিষ্ঠান খুলছে। গত বৃহস্পতিবার অধিদপ্তর থেকে ডেঙ্গু রোধে সব শিক্ষা প্রতিষ্ঠান নিয়মিত পরিষ্কার–পরিচ্ছন্ন রাখাসহ ৫ দফা নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। নির্দেশনায় এডিস মশার বংশবিস্তার রোধে প্রতিষ্ঠানের খেলার মাঠ ও ভবনে জমে থাকা পানি দ্রুত সরিয়ে ফেলতে বলা হয়েছে। প্রতিষ্ঠানের ফুলের টব নিয়মিত পরিষ্কার করা ও যাতে পানি জমতে না পারে তা নিশ্চিত করতে হবে। এছাড়া উপস্থিত শিক্ষকদের ডেঙ্গু প্রতিরোধের উপায়গুলো সম্পর্কে প্রতিদিন শিক্ষার্থীদের জানাতে বলা হয়েছে। খবর বাসসের।

আদেশেটি সব সরকারি–বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। আজ উল্লেখিত নির্দেশনা মেনে শিক্ষা প্রতিষ্ঠান খুলছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক