শাহাদাত হোসেন, আদালত প্রতিবেদক। চট্টগ্রামে এক শিক্ষার্থীকে বলৎকার এর অভিযোগ প্রমাণিত হওয়ায় মোঃ জামাল নামে এক দোকানদারকে কারাদণ্ড দিয়েছে আদালত।আসামিকে এক লক্ষ টাকা অর্থদণ্ড এবং অনাদায় আরো ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। সোমবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৭- এর বিচারক ফেরদৌস আরা এ রায় ঘোষণা করেন।

nagad
দণ্ডপ্রাপ্ত জামাল দক্ষিণ পতেঙ্গা এলাকার সফর আলী আটকাঠি বাড়ির মৃত ছালেহ নূরের ছেলে। তিনি ওই এলাকায় মুদি দোকান করতেন।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) খন্দকার আরিফুল আলম বিষয়টি চট্রলার কণ্ঠকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ২০২০ সালের নভেম্বরে দক্ষিণ পতেঙ্গা এলাকায় দোকানে চিপস কিনতে গেলে ওই দোকানি চিপস ও টাকার লোভ দেখিয়ে দোকানের ভেতর নিয়ে ১১ বছরের ওই শিশুকে বলাৎকার করে হত্যার হুমকি দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। বাড়িতে ফিরতে দেরি হওয়ার কারণ জানতে চাইলে শিশুটি ঘটনার কথা খুলে বলে। এ ঘটনায় তার অভিভাবক বাদী হয়ে থানায় মামলা করে। মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ এর (৯) এর ১ ধারা প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ড; অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেন।
তিনি জানান, মামলায় রাষ্ট্রপক্ষ চিকিৎসকসহ ৬ জনের সাক্ষ্য উপস্থাপন করলেও আসামি কোন সাফাই সাক্ষ্য উপস্থাপন করতে পারেনি।