চট্রলার কণ্ঠ নিউজ।
কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (১ আগস্ট) দুপুর ২টায় রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে শান্তিপূর্ণ সমাবেশ করতে চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। সমাবেশটি বাস্তবায়নে সহযোগিতা চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে ই-মেইলে আবেদন করেছে দলটি ।
মঙ্গলবার (২৫ জুলাই) ঢাকা মহানগর দক্ষিণ শাখার প্রচার সহকারী আব্দুল্লাহ সাইফের ই-মেইল থেকে প্রেরণ করা এক বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়েছে।

nagad
এতে বলা হয়েছে, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও অফিস সেক্রেটারি মোবারক হোসাইন স্বাক্ষরিত আবেদন পত্রটি আজ মঙ্গলবার সকাল ১০:২৫ টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবর ই-মেইলে প্রেরণ করা হয়েছে।
আবেদনে, তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ নেতাকর্মী ও ওলামায়ে কেরামের মুক্তি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে বায়তুল মোকাররমের উত্তর গেটে শান্তিপূর্ণ সমাবেশ সম্পন্ন করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।