ডিসেম্বর ৮, ২০২৪ ২:২০ অপরাহ্ণ

এইচএসসি ভর্তির অনলাইনে আবেদন কাল থেকে

কলেজের একাদশ শ্রেণি ভর্তিতে অনলাইনে আবেদন প্রক্রিয়া আগামীকাল ১০ আগস্ট শুরু হচ্ছে। আগামী ২০ আগস্ট পর্যন্ত প্রথম পর্যায়ের এ আবেদন করা যাবে। প্রথম পর্যায়ে নির্বাচিতদের ফল প্রকাশ করা হবে ৫ সেপ্টেম্বর রাত ৮টায়। ২য় ও ৩য় পর্যায়ের ফল প্রকাশের পর ২৬ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবরের মধ্যে চলবে ভর্তি কার্যক্রম। ভর্তি কার্যক্রম শেষে ৮ অক্টোবর থেকে কলেজগুলোতে একাদশের ক্লাস শুরু হবে।

শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত ২০২৩–২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি নীতিমালায় এসব তথ্য জানানো হয়েছে। ৬ আগস্ট মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খানের স্বাক্ষরে এ নীতিমালা জারি করা হয়। মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী একাদশের ভর্তি কার্যক্রম পরিচালিত হবে বলে চট্টলার কন্ঠকে  জানিয়েছেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মুস্তফা কামরুল আখতার।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক