নাজিম উদ্দিন, চট্রলার কন্ঠ।
দীর্ঘ ১৩২ দিনের নিষেধাজ্ঞা শেষে বৃহস্পতিবার রাত বারোটার পর থেকে কাপ্তাই হৃদে শুরু হচ্ছে মাছ ধরার অভিযান।
এ উপলক্ষ্যে মৎস্য অবতরণ ঘাটে চলছে মৎস্য ব্যবসায়ীদের কর্মব্যস্ততা। দীর্ঘ ১৩২ দিনের অপেক্ষার অবসান হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন জেলেরা। তাই জেলে পল্লীগুলোতে চলছে মাছ ধরার প্রস্তুতি এবং এক প্রকারের উৎসবের আমেজ । ব্যবসায়ীরা আশা করছে, এবছর আশানুরূপ মাছ শিকার করা সম্ভব হবে।
বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) রাঙামাটি বিপণন কেন্দ্রের ব্যবস্থাপক কমান্ডার আশরাফুল ইসলাম ভূইয়া চট্রলার কন্ঠকে বলেন, দীর্ঘ চার মাস ১২ দিন পরে ১ সেপ্টেম্বর হ্রদে মৎস্য আহরণ, বিপণন ও সংরক্ষণের নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে। এবছর হ্রদের পানির থাকায় মৎস্য আহরণ আশানুরূপ হবে। এই দীর্ঘ বন্ধে জেলে ও ব্যবসায়ীদের যে ক্ষতি হয়েছে আমরা আশা করছি তাদের এই ক্ষতি পুষিয়ে উঠতে পারবে।
উল্লেখ্য, কাপ্তাই হ্রদে মৎস্য শিকার করে জীবন চালায় প্রায় ২৬ হাজার জেলে।