নগরীর আকবর শাহ থানায় চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ২ জন

নগরীর আকবরশাহ এলাকায়  চোরাই মোটর সাইকেলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ আগস্ট) সন্ধ্যায় আকবরশাহের শহীদ লেইন এলাকায় একটি চোরাই মোটরসাইকেল বিক্রির সময় তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন : জহির হোসেন (২২) ও মো. রিয়াদ (১৮)।

আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালী উদ্দিন আকবর বলেন, উদ্ধারকৃত মোটরসাইকেলটি পাহাড়তলী থানাধীন সরাইপাড়া এলাকা হতে চুরি হয়েছে। উক্ত চুরির ঘটনায় পাহাড়তলী থানায় নিয়মিত মামলা রুজু হয়। আটককৃত আসামী জহির হোসেনের বিরুদ্ধে পাহাড়তলী থানায় একটি অস্ত্র মামলাও রয়েছে। অভ্যাসগতভাবে চোরাই মোটরসাইকেল ক্রয় বিক্রয়ের অপরাধে আটক আসামীদের বিরুদ্ধে থানায় মামলা লিপিবদ্ধের পর আদালতে সোপর্দ করা হয়।

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক