স্ত্রীকে ধর্ষণের অভিযোগে আনোয়ারায় সাবেক বর গ্রেফতার

চট্টগ্রামের আনোয়ারায় এক গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগে সাবেক স্বামী মোহাম্মদ ইদ্রিছ (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে কর্ণফুলী উপজেলার শিকলবাহা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে উপজেলার বৈরাগ এলাকার বাসিন্দা।

 

পুলিশ জানায়, দুই বছর আগে মো. ইদ্রিছের সঙ্গে ওই তরুণীর বিয়ে হয়। পরে তাদের মধ্যে দাম্পত্য কলহ দেখা দিলে বিবাহ বিচ্ছেদ হয়। এ নিয়ে ওই দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল।

 

গতকাল মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম নগরীর একটি গার্মেন্টস থেকে ছুটি শেষে বাড়ি ফেরার পথে ইদ্রিছ পথরোধ করে কৌশলে ওই তরুণীকে সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যান। পরে রাত সাড়ে ১১টার দিকে ওই তরুণীকে দেয়াঙ পাহাড়ের জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করে ইদ্রিছ। এ সময় তার সাথে থাকা মামুনসহ ৩-৪ জন ব্যক্তি ধর্ষণে সহযোগিতা করেন বলে ভুক্তভোগী জানান।

 

জানতে চাইলে এ ব্যাপারে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহম্মদ চট্টলার কন্ঠকে  বলেন, ধর্ষণের ঘটনায় অভিযুক্ত সাবেক স্বামী মো. ইদ্রিছকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় রাতে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক