চবি প্রতিনিধি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শাটল ট্রেনের দুর্ঘটনাকে কেন্দ্র করে উপাচার্যের বাসভবন ও ক্যাম্পাসে গাড়ি ভাঙচুরের মামলায় প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করে ৭ দফা দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।
দুর্ঘটনায় আহতদের চিকিৎসা ব্যয় বহন, নিরপরাধ শিক্ষার্থীদের মামলা থেকে অব্যাহতি, শাটলের সংখ্যা বৃদ্ধি, শাটলে নিরাপত্তা নিশ্চিত করাসহ প্রশাসনের নিকট ৭টি দাবি তুলে ধরে শাখা ছাত্রলীগ। গতকাল বৃহস্পতিবার উপাচার্য বরাবর প্রেরিত শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু স্বাক্ষরিত এক স্মারকলিপিতে এসব দাবি জানানো হয়। গত ৭ সেপ্টেম্বর শাটল ট্রেনের দুর্ঘটনার বর্ণনা দিয়ে স্মারকলিপিতে বলা হয়, শাটলের সংকট ও অপব্যবস্থাপনার দরুন এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনার প্রেক্ষিতে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে প্রচন্ড ক্ষোভের সৃষ্টি হয়, যা পরবর্তীতে গণজোয়ারে রূপ নেয়। সেই শান্তিপূর্ণ অধিকার আন্দোলনের সময় কিছু বিশৃঙ্খলাকারী আন্দোলনের মধ্যে বিশৃঙ্খলা এবং বিশ্ববিদ্যালয়ের ভিসি ভবনসহ অন্যান্য সরকারি সম্পত্তিতে ভাঙচুর চালায়। প্রশাসনের দায়ের করা মামলায় নিন্দা জানিয়ে এতে বলা হয়, এই ন্যক্কারজনক ঘটনার প্রেক্ষিতে প্রশাসন মামলা করে। কিন্তু সেই মামলা দায়ের করা হয় কতিপয় নিরপরাধ এবং ঘটনার সাথে সম্পৃক্ত নয় এমন ছাত্রলীগ কর্মীদের উপর। যা একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে নিপীড়নের শামিল। নিরপরাধ এই শিক্ষার্থীদের উপর অবিচার ও ভিত্তিহীন মামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। ছাত্রলীগ কর্মীদের মামলা থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানিয়ে স্মারকলিপিতে বলা হয়, অনতিবিলম্বে নিরাপরাধ ছাত্রলীগ কর্মীদের হেয়প্রতিপন্ন করা মামলা হতে অব্যাহতি প্রদান করার জোর দাবি জানাচ্ছি। সেই সাথে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে তাদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।