সুলতান চৌধুরী, পটিয়া প্রতিনিধি।
পটিয়ার ধলঘাট-পাঁচরিয়া রাস্তার পাশে পড়ে থাকা এক অজ্ঞাত আদিবাসী তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ধলঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড মুকুটনাইট বাজারের পশ্চিম পাশে কম্বল মোড়ানো মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয় লোকজন।
স্থানীয়রা জানান, একটি বেডশিট ও একটি কম্বল দিয়ে মোড়ানো রক্তমাখা মরদেহটি পড়েছিল। ধারণা করা হচ্ছে, তাকে গণধর্ষণের পর হত্যা করে ফেলে গেছে দুর্বৃত্তরা।
শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠায়।
জানতে চাইলে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার চট্টলার কণ্ঠকে জানান, অজ্ঞাত নারীর বয়স ২৫ থেকে ৩০ বছর হতে পারে। কপালের ভ্রুতে আঘাতের চিহ্ন আছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।