ইউরোপিয়ান ক্লাব সংরক্ষণের নির্দেশনা বাস্তবায়ন হয়নি

ইমরান নাজির।

ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্নিকন্যা বিপ্লবী নারী প্রীতিলতা ওয়াদ্দেদারের স্মৃতিবিজড়িত চট্টগ্রামের পাহাড়তলীস্থ ‘ইউরোপিয়ান ক্লাবকে’ দ্রুত সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংসদীয় কমিটির নির্দেশনা এখনো বাস্তবায়ন হয়নি। প্রীতিলতার রক্তে রঞ্জিত ইউরোপিয়ান ক্লাবের বর্তমানে জরাজীর্ণ অবস্থা।

সারেজমিনে গিয়ে দেখা যায় ধুলোবালিতে ধূসর হয়ে আছে। নেমপ্লটে ইউরোপিয়ান ক্লাবের বেশ কয়েকটি অক্ষর খসে পড়ে গেছে। রাস্তার বিপরীতে প্রীতিলতার আবক্ষ মূর্তি স্থাপন করা হয়েছে। সেটিও ধুলোবালিতে একাকার। আগামীকাল ২৪ সেপ্টেম্বর বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মাহুতি দিবস।

ব্রিটিশবিরোধী আন্দোলনের তীর্থঘর, ইতিহাসের উৎপত্তিস্থল, প্রীতিলতার স্মৃতিঘেরা পাহাড়তলি ‘ইউরোপিয়ান ক্লাব দীর্ঘ ৯১ বছরেও সংরক্ষণের উদ্যোগ নেয়া হয়নি। ’৪৭ সালে দেশবিভাগের পর বাঙালির ইতিহাস–ঐতিহ্যবিরোধী পাকিস্তান সরকার এটিকে চতুর্থ শ্রেণীর কর্মচারীদের কার্যালয় বানিয়েছিল। পাকিস্তান ভেঙে স্বাধীন বাংলাদেশের জন্ম হয়েছে ৫২ বছর আগে।

দুঃখজনক হলেও সত্য, দীর্ঘ এই সময়েও বাংলাদেশ সরকার ঐতিহাসিক স্থানটিকে সংরক্ষণের উদ্যোগ নেয়নি। এখনো সেটি অযত্ন–অবহেলায় ভঙ্গুরভাবেই পড়ে আছে।

মাস্টারদা সূর্য সেনের নির্দেশে ১৯৩২ সালের ২৩ সেপ্টেম্বর রাত পৌনে ১১টার দিকে অগ্নিকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের নেতৃত্বে পাহাড়তলীতে ব্রিটিশদের প্রমোদকেন্দ্র খ্যাত ইউরোপীয় ক্লাবের আক্রমণ শুরু হয়। প্রীতিলতা হুইসেল বাজিয়ে আক্রমণ শুরুর নির্দেশ দেয়ার সাথে সাথেই গুলি আর বোমার আঘাতে পুরো ক্লাব কেঁপে কেঁপে উঠছিল। ইংরেজ অফিসাররাও পাল্টা আক্রমণ শুরু করলে একজন মিলিটারি অফিসারের রিভলভারের গুলিতে প্রীতিলতার বাঁ–পাশে মারাত্মক আঘাত লাগে। মৃত্যুর চেয়ে ইংরেজদের হাতে ধরা পড়াকে অসম্মানজনক মনে করে ইংরেজদের গুলিতে আহত প্রীতিলতা শেষপর্যন্ত নিজের কাছে থাকা ‘পটাশিয়াম সাইনাসাইড’ খেয়ে সেখানেই আত্মাহুতি দেন। পরদিন ২৪ সেপ্টেম্বর ক্লাব থেকে ১০০ গজ দূরে প্রীতিলতার মরদেহ পাওয়া যায়।

বাংলার অগ্নি যুগের বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার। প্রীতিলতা ওয়াদ্দেদার ভারতের প্রথম শহীদ নারী বিপ্লবী। তিনি ১৯১১ সালের ৫ মে চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট গ্রামে জন্মগ্রহণ করেন।

২০২২ সালের জানুয়ারিতে ইউরোপিয়ান ক্লাব ভবনটিকে জাদুঘর করার ঘোষণা দেওয়া হলেও এখন পর্যন্ত তা বাস্তবায়নে তেমন কোনো উদ্যোগ নেই।

গত ২৪ আগস্ট সংসদ ভবনে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ২৯তম বৈঠক কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছিল। ঐ বৈঠকে কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী মহান স্বাধীনতা সংগ্রাম ও বিপ্লবী নারী প্রীতিলতা ওয়াদ্দেদারের স্মৃতিবিজড়িত ইউরোপিয়ান ক্লাব দ্রুত সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছিলেন।

একই সাথে চট্টগ্রামের সিআরবিতে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত পাহাড়ের ওপর অবস্থিত কাঠের ডাক বাংলোটি মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘরে রূপান্তরেরও নির্দেশ দিয়েছিলেন তিনি। সিআরবিতে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত পাহাড়ের ওপর অবস্থিত কাঠের ডাক বাংলোটি গত আগস্ট মাসেই মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘরে রূপান্তরের নির্দেশনা দিয়েছিলেন তিনি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn