নগরীর চাক্তাই খালের পাশের বিল্ডিং থেকে ঝাঁপিয়ে খেলেতে গিয়ে হৃদয় (১৩) ও মামুন (১৮) নামের কিশোরের মৃত্যু হয়েছে।
শনিবার ১৩ আগস্ট বিকেল ৪ টায় জোয়ারের সময় খাতুনগঞ্জের সোনামিয়ার বিল্ডিং থেকে চাক্তাই খালে লাফ দিলে এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।
এসময় গলায় রড ঢুকে মামুন ও খালের পানির নিচে থাকা প্লাস্টিকে আবর্জনায় পা আটকে ডুবে গিয়ে মৃত্যুবরণ করে হৃদয় ।
নিহত হৃদয় ও মামুন বাকলিয়া থানার মহাজনপাড়ার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুর রহিম চট্টলার কণ্ঠকে বলেন, দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল হতে নিহত দু’জনের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।