ডিসেম্বর ৮, ২০২৪ ৩:৫৬ অপরাহ্ণ

শিল্পকলা একাডেমিতে আজ থেকে শুরু হল শেখ রাসেল বইমেলা

ইমরান নাজির

বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমির উদ্যাগে ৬ দিনব্যাপী শেখ রাসেল বইমেলা ও শিশুসাহিত্য উৎসব আজ ১৩ অক্টোবর শুক্রবার থেকে চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে শুরু হচ্ছে। আজ বিকেল ৪.৫৯টায় উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. পবিত্র সরকার।

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়–চট্টগ্রামের উপাচার্য ড. অনুপম সেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিল দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক। বিশেষ অতিথি ছিল বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক আনজীর লিটন ও কলকাতা নিখিল ভারত শিশুসাহিত্য সংসদের সর্বভারতীয় সম্পাদক আনসার উল হক। স্বাগত ভাষণ দেন বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমির পরিচালক রাশেদ রউফ। সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হয়েছে শেখ রাসেলকে নিয়ে ছড়া–কবিতা পাঠ। সন্ধ্যা সোয়া ৭টায় থাকছে পবিত্র সরকার সন্ধ্যা। বিষয় : ‘ছড়া পড়ার ইচ্ছে আছে’ বই নিয়ে আলোচনা। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শিরীণ আখতার। আলোচক ছিলেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক সুজন বড়ুয়া। এরপর রাত ৮টায় শুরু হবে   ‘আমার লেখা আমার বই : শেখ রাসেল’ শীর্ষক আলোচনা। এতে আলোচক থাকবেন ইউসুফ রেজা, নেছার আহমদ, আ. ফ. ম. মোদাচ্ছের আলী, মিলন বনিক, ইফতেখার মারুফ, রুনা তাসমিনা। সভাপতিত্ব করবেন সভাপতি : বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক রহীম শাহ। প্রেস বিজ্ঞপ্তি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক