৩০ অক্টোবর থেকে এসএসসির ফরম পূরণ শুরু

২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণ শুরু হবে আগামী ৩০ অক্টোবর থেকে, চলবে ৭ নভেম্বর পর্যন্ত। ফরম পূরণের জন্য ২৬ অক্টোবরের মধ্যে নির্বাচনী পরীক্ষা গ্রহণ ও ফল প্রকাশের নির্দেশনা দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। নির্দেশনায় বলা হয়, ১০০ টাকা বিলম্ব ফি’সহ অনলাইনে ফরম পূরণ করা যাবে ৯ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত।

বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের ফরম পূরণে বোর্ড ফি ১৬২৫ টাকা ও কেন্দ্র ফি ৫১৫ টাকাসহ মোট ফি ২১৪০ টাকা, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের পরীক্ষার্থীদের বোর্ড ফি ১৫৩৫ টাকা এবং কেন্দ্র ফি ৪৮৫ টাকা, মোট ২০২০ টাকা। পরীক্ষার্থীদের বেতন ও সেশনচার্জ ৩১ ডিসেম্বরের মধ্যে পরিশোধ করতে হবে। খবর বিডিনিউজের।

রেজিস্ট্রেশনের মেয়াদ থাকা সাপেক্ষে ২০২৩ সালে এক থেকে চার বিষয়ে ফেল করা পরীক্ষার্থীদের ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ২৯ অক্টোবরের মধ্যে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান বরাবর আবেদন করতে হবে। শিক্ষার্থীদের তথ্যসহ সম্ভাব্য তালিকা বোর্ডের ওয়েবসাইটে ২৯ অক্টোবর প্রকাশ করা হবে।

সম্ভাব্য তালিকা থাকা শিক্ষার্থীরা অনলাইন ফরম পূরণ করতে পারবেন। এরপর পরীক্ষার্থীদের নির্ধারিত ফি সোনালী ব্যাংকের যেকোনো শাখায় (যে শাখায় সোনালী সেবা চালু আছে) জমা দিতে হবে। ফি জমা দেওয়া যাবে ৮ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn